Header Ads

Header ADS

বিখ্যাত বাউল শাহ আবদুল করিম এর সংক্ষিপ্ত ইতিহাস


 বিখ্যাত বাউল শাহ আবদুল করিম

শাহ আবদুল করিম বাঙালি বাউল গানের একজন কিংবদন্তী গায়ক।  সুনামগঞ্জের কালনী নদীর তীরে বেড়ে উঠা শাহ আব্দুল করিমের গান ভাটি অঞ্চলে জনপ্রিয় হলেও শহরের মানুষের কাছে জনপ্রিয়তা পায় তার মৃত্যুর কয়েক বছর আগে। তিনি প্রায় পাঁচশোত গান লিখেছেন। তার গান এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।

1916 সালের 15 ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিনাই থানার ধলআশ্রম গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ইব্রাহিম আলী এবং তাঁর মায়ের নাম নাইওরজান।  দারিদ্র্য ও জীবন সংগ্রামের মধ্যে বেড়ে ওঠার বাউল শাহ আবদুল করিমের বাদ্যযন্ত্রের প্রচেষ্টা তাঁর শৈশব থেকেই শুরু হয়। বাউলসম্রাটের প্রেরণা তার স্ত্রী; কিন্তু তিনি তাকে  আদর করে ডাকতেন ‘সরলা’ নামে।
(বাউল শাহ আবদুল করিমের) তার লেখা গান গ্রাম্য-ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম-ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সকল অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরূদ্ধে।  তার কয়েকটা গানের নাম নিচে দেওয়া  হল:-
১।   আগে কি সুন্দর দিন কাটাইতাম…….
২। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে……..
৩। মন মজালে,ওরে বাউলা গান……….
৪। গান গাই আমার মনরে বুঝাই……….
  ৫। গাড়ি চলে না চলে না রে………..
তার লেখা আরো আরোও অনেক গান রয়েছে।

১২ ই সেপ্টেম্বর২০০৯ তারিখে বাউল সম্রাট শাহ আবদুল করিম মারা যান। শনিবার সকাল ৭টা ৫৮ মিনিটে সিলেটের একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

মূল সাইটে যেতে: এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.