নব বছরের নব দিনে আমরা সবাই উল্লাসিত।
নতুন বছর |
আজকের তারিখ:
১/১/২০১৮
আজ ইংরেজি নতুন
বছরের পহেলা দিন। আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর একটা নতুন সকালকে অনুভব
করে থাকি, একটা নতুন সকাল দেখতে পাই। কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নতুন বছরকে
অনুভব করি না। যেহেতু, ৩৬৫ দিন পর পর নতুন বছর গণনা হয়।
নব বছরের পহেলা
দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা নানান উৎসব আয়োজনে মেতেউঠি। যেহেতু প্রত্যেক নতুন
বছরের সূচনা হয় শীতের মধ্যেদিয়ে। তাই আমরা কঠোর শীতকে হার মানিয়ে, অলসতাকে দূর করে,
সকল দুঃখ বেদনাকে উপেক্ষা করে মেতেউঠি উৎসব আয়োজনে। এ বছর ও কোনো কমতি হয়নি আনন্দ উল্লাসের।
শহরে এবং গ্রামে প্রত্যেক মহল্লাতেই গান-বাজনা, খাওয়া-দাওয়া ইত্যাদি আয়োজন করা হয়ে
থাকে।
No comments