স্বাগতম ফিফা বিশ্বকাপ ২০১৮
ফিফা বিশ্বকাপ |
সংক্ষিপ্ত ইতিহাস
ফিফা: ফিফা বিশ্বকাপ শুরু হয় ১৯৩০ সালে। ১৯৩২ সালের লস এনঞ্জেলসে অনুষ্ঠিত গ্রীষ্ম অলিম্পিকে ফুটবল খেলাকে না
রাখার পরিকল্পনা করা হয় এবং অবশেষে অলিম্পিক থেকে ফুটবল খেলাকে বাদ দেওয়া হয়। এ কারণে
ফিফার প্রেসিডেন্ট জুলেরিমে ১৯৩০ সালে বিশ্বকাপ ফুটবল খেলার আয়োজন করেন উরুগুয়েতে।
ফিফা বিশ্বকাপে যিনি প্রথম গোল করার গৌরব অর্জ্ন করেন তিনি হলেন ফ্রানসের খেলোয়ার তার
নাম হল লুসিয়েন লরেন্ত।
উক্ত আসরের ফাইনাল খেলায়
৯৩,০০০ দর্শকের সামনে প্রথম বিশ্বকাপ জয়ের গৌরব লাভ করে ইতিহাসের পাতায় জায়গা করেনেন উরুগুয়ে। উরুগুয়ে
আর্জেন্টিনাকে ৪-২ ব্যবধানে পরাজিত করে ফিফা বিশ্বকাপ ইতিহাসের প্রথম শিরোপাটি
আর্জ্ন করে।
২০১৮
ফিফা বিশ্বকাপ এর সংক্ষিপ্ত বিবরণ:
স্বাগতিক দেশ: রাশিয়া
তারিখসমূহ : ১৪জনু-১৫জুলাই(মোট ৩২ দিন)
দলসমুহ : ৩২টি মোট
ভেন্যু : ১২(১১টি আয়োজক শহর)
৩২টি দলকে মোট ৮টি গ্রুপে বিভক্ত
করে দেওয়া হয়েছে। গ্রুপ এবং তাদের নাম নিচে দেওয়া হল:
গ্রুপ এ:
রাশিয়া, সৌদি আরব, মিশর, উরুগুয়ে
গ্রুপ সি:
ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু,
ডেনমার্ক
গ্রুপ ডি:
আর্জেন্টিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া
গ্রুপ ই:
ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টা রিকা, সার্বিয়া
গ্রুপ এফ:
জার্মানি, মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া
গ্রুপ জি:
বেলজিয়াম, পানামা, তিউনিসিয়া, ইংল্যান্ড
মূল সাইট টি পরিদর্শন করতে: এখানে ক্লিক করুন।
No comments