Friday, November 8, 2019

লাখো শহীদের রক্তে ভেজা এ দেশের মাঠি। এ দেশ, আমাদের অহংকার। দেশ আমাদের, দ্বায়িত্ব আমাদের।

Love
আমরা বাংলাদেশী।  আমরা বাংলার গর্বিত বাঙ্গালী। কারণ, 
ইতিহাস  স্বাক্ষীদেয়   আমরা  লড়াকু  বীর  জাতি।  আমরা 
মাতৃভাষা  অজর্ন্  করার  জন্য করেছি লড়াই। সেই সকল 
লড়াকু ভাষা শহীদ ও গাজীদের কে জানাই লাখো সালাম। 
যারা রাজপথে নেমেছিলেন লড়াই করার জন্য, ফিরেছেন 
বিজয়ের মাল্য খানি গলে দিয়ে। 

আসুন আমরা সবাই মিলে নিস্বার্থে দেশের উন্নয়ের জন্য 
কাজ করি। তাহলেই আমরা গর্ব্ করে বলতে পারব:  
                   আমরা বাংলার গর্বিত বাঙ্গালী। 

মা তোমায় হাজারো স্যালুট  ( তোমার সকল লড়াকো সন্তানদের জন্য )।

No comments:

Post a Comment